আজ থেকে জোকা-তারাতলা পর্যন্ত মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু !

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু হল । বহু বছর ধরে জোকা-তারাতলা মেট্রোর জন্য প্রতিজ্ঞা করেছিলেন যাত্রীরা । অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হল । উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে উদ্বোধন করা হয় জোকা তারাতলা মেট্রোর । যদিও সেইদিন থেকে শুরু হয়নি যাত্রী পরিষেবা । প্রায় ১২ বছরের প্রতীক্ষিত মেট্রো সোমবার সকাল দশটায় জোকা থেকে তালতলার উদ্দেশ্যে রওনা দিল । আজ ২ ডিসেম্বর যাত্রীবাহী মেট্রোর যাত্রা শুরু হয়েছে জোকা থেকে তারাতলা রুটে।

সূত্রের খবর , আজ সকাল ১০ টা থেকে মেট্রো চলাচল শুরু হল। যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য এসি মেট্রো যাতায়াত করবে। কিন্তু এই রুটে আপাতত আপ ডাউন মিলিয়ে মোট ১২টি মেট্রো চালানো হবে। দিনের শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা ছ’টায় । সোম থেকে শুক্র যাত্রীরা মেট্রো পরিষেবা পাবেন। সপ্তাহের শনিবার ও রবিবার এই মেট্রো সুবিধা তাঁরা ভোগ করতে পারবেন না। এই রুটের সর্বোচ্চ ভাড়া হল কুড়ি টাকা। অন্যদিকে বেহালাবাসীরর কাছে এই মেট্রো একটি বড় উপহার ছিল নতুন বছরের । এক ঘন্টা অন্তর অন্তর মেট্রো চললে । এই রুটে মেট্রোর সময়সূচি , জোকা থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে দশটায় । আর তারপর এগারোটা, বারোটা, বেলা তিনটে, চারটে এবং পাঁচটা। প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে দশটা । তারপর সাড়ে এগারোটা, সাড়ে বারোটা, সাড়ে তিনটে, সাড়ে চারটে এবং সাড়ে পাঁচটা। এখনও এই মেট্রো রুটে অটো সিগন্যালিং ব্যবস্থা শুরু হয়নি তাই ওয়ান মেট্রো সার্ভিস পদ্ধতিতে মেট্রো চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *