আবাস দুর্নীতি কে কেন্দ্র করে বঞ্চিতদের একজোট হওয়ার বার্তা শুভেন্দুর !

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : রাজ্যের রাজনীতি আবাস দুর্নীতি ঘিরে উত্তপ্ত । পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে আসেন বিরোধী দলনেতা । সেখানের কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি রাজ্য সরকারকে নিশানা করে তোপ দাগেন । জেলায় জেলায় আবাস দুর্নীতির অভিযোগ উঠছে । কখনও বঞ্চিতদের শাসকদলের মধ্যেই চলেছে দোষারোপের পালাইয় , আবার কখনও বঞ্চিতদের তোপের মুখে পড়তে হয়েছে পঞ্চায়েত প্রধানদের ।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবাস দুর্নীতি নিয়ে রাজ্যকে তোপ দাগলেন । তিনি সভা মঞ্চে বলেন, “আসলে টাকা যাঁরা পেয়েছেন তাঁদের নিয়ে আমাদের আপত্তি নেই। যাঁরা পাননি তাঁদের জন্য জনস্বার্থের মামলা করব। পাওয়ার উপযুক্ত কেন দেওয়া হয়নি। কারণ ভারত সরকার সরাসরি লিস্ট করতে পারে না। রাজ্য সরকার পঞ্চায়েতের যে তালিকা পাঠাবে তার উপরই বরাদ্দ হবে। তাই বঞ্চিতদের একজোট করুন। পশ্চিমবাংলায় বঞ্চিত আবাস যোজনায় উপভোক্তা যাদের হওয়া উচিত তাঁদের একজোট করার দায়িত্বটা গ্রামের মানুষকে নিতে হবে।”

এছাড়াও শুভেন্দু বলেন , ত্রিস্তরীয় পঞ্চায়েতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে যা দাবি করেছিল কেন্দ্রীয় সরকার সব মিটিয়ে দিয়েছে , কিন্তু রাজ্যের স্টিকার পিসি কেন্দ্রের প্রকল্পগুলিতে স্টিকার লাগিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে হচ্ছে আবাস প্লাস। একাধিক জায়গায় এই নিয়ে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন । তারপর বিষয়টি কেন্দ্রীয় গ্রাম-উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এই বিষয়ে তদন্ত করেছেন। এরপর বিহারের নজির টেনে শুভেন্দু বলেন, “বিহারে দেখা গেছে দুর্নীতির দায়ে ডিএম পর্যন্ত জেলে গেছেন। এখানেও যদি কেউ দুর্নীতি করেন ছাড় পাবেন না।” আজ বিজেপি কর্মীদের উদ্দেশে শুভেন্দু বার্তা দিয়ে বলেছেন যে গ্রামের যে দুর্নীতি হচ্ছে তার তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে তার তালিকা প্রস্তুত করে জমা দিতে দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *