ফ্যামিলি ড্রামা নিয়ে আসছে ‘গুড বাই’ 

Read Time:1 Minute

আসতে চলেছে রশ্মিকা মান্দান্না ও অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘গুড বাই’। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার। ছবিটি মূলত ফ্যামিলি ড্রামা। ‘গুড বাই’ ছবি আত্মবিশ্লেষণের। প্রত্যেক পরিস্থিতিতে পরিবার ও উদযাপনের প্রয়োজনীয়তা বলবে এই ছবি। ভাল্লা পরিবার বলবে সেই গল্প। এই ছবি সেই সমস্ত ভারতীয় পরিবারের গল্প বলবে যারা দুর্যোগের মুহূর্তে একত্রিত হয়ে ভোরের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে, পরিবারের কাছের কেউ ছেড়ে গেলেও বাকিরা বেঁধে বেঁধে থাকার প্রতিশ্রুতি নেয়। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি, এলি আব্রাম, সুনীল গ্রোভার, সাহিল মেহতা, রশ্মিকা মান্দান্নাকে। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিকাশ বহেল। ছবিটি প্রযোজনা করছেন একতা কপূর। সম্ভবত আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘গুড বাই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *