
অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করায় যোগগুরু রামদেবকে আইনি নোটিশ পাঠাল আইএমএ
কিছু দিন আগেই বাবা রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও অ্যালোপ্যাথির বিরুদ্ধে বিরুপ মন্তব্য করছেন। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন চিকিৎসকরা। শুধু তাই নয় এই তার বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন(আইএমএ)।
রামদেবের বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে রামদেবকে পাকড়াও করা হোক আর তা না হলে আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে মুছে ফেলালর দাবি জানিয়েছে ঐ সংস্থা। এই সংস্থার কথা অনুযায়ী ভিডিওটিতে রামদেব বলেছিলেন, “আধুনিক অ্যালোপ্যাথি খুবই অর্থহীন ও ব্যর্থ বিজ্ঞান৷
যদিও এই সব অভিযোগ অস্বীকার করে পতঞ্জলি যোগপীঠ এর তরফে জানানো হয়েছে, “রামদেব এমন কোনও মন্তব্য করেনি যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে, এমনই জানানো হয়েছে তাদের পক্ষ থেকে৷ অ্যালোপ্যাথি বা আধুনিক চিকিৎসা বিজ্ঞান নিয়েও তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে।” তারা আরও জানিয়েছেন, “রামদেব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের খুবই শ্রদ্ধা করেন৷ তাঁরা যেভাবে করোনা মোকাবিলায় কাজ করছেন তা খুবই প্রসংশনীয় বলে তিনি মনে করেন৷”