
খাস কলকাতাতে নেতাজির মূর্তি ভেঙে তৈরি হচ্ছে শৌচাগার!
24HrsTv : নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভেঙে সেখানে তৈরি করা হচ্ছে শৌচাগার! সম্প্রতি এই অভিযোগ নিয়ে মামলা হয়েছে। এই মামলায় ওই এলাকা পরিদর্শন করে কলকাতা পুরসভাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণনম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
জানা গিয়েছে, শ্রদ্ধানন্দ পার্কের কাছে একটি গলিতে নেতাজির মূর্তি ছিল। অভিযোগ, ওই মূর্তি ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে শৌচাগার তৈরি হচ্ছে। মামলার আবেদনকারী সুশীলকুমার সিংহের আইনজীবী মনোজিৎ ভট্টাচার্য ও সুমিত্রা ভট্টাচার্য নিয়োগী দাবি, বিষয়টি নিয়ে মেয়রকে লিখিত অভিযোগ জানানোর পরেও সুরাহা হয়নি।