বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন !

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ সিবিআই জালে গ্রেফতার । ধৃত লালন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপ প্রধান ভাদু শেখের ডান হাত হিসেবে পরিচিত ছিল । সিবিআই বগটুইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নভেম্বরের শেষ সপ্তাহে চার্জশিট পেশ করেছিল । সেই চার্জশিটে ৮ জনের নাম ছিল । সেখানে নাম ছিল নূর আলি, হাফিজ শেখ, জামিরুল শেখ, বিকির আলি-সহ ৮ জন। চার্জশিটে উল্লেখ ছিল এই ৮ জনই বগটুইয়ের গ্রামে হামলার ঘটনায় জড়িত ছিল ।

সিবিআই সূত্রে খবর , গত ২১ মার্চ, ভাদু খুনের পর, বগটুই গ্রামে যে অগ্নি সংযোগ ও ৮ জনকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে। সেই তাণ্ডব কাণ্ডে নেতৃত্ব দিয়েছিল লালন । এই লালন আবার ভাদু ঘনিষ্ঠ । রাজ্যের পুলিশের তদন্তের গাফিলতি রয়েছে , এমনটাই অভিযোগ দায়ের করেছে বিরোধীরা । সিবিআই কয়েক দিন আগেই ভাদু শেখ খুনে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল। সেই ধৃতের নাম ফয়জুল খান ওরফে পলাশ। সিবিআই সূত্রে খবর , চার্জশিটে এই পলাশই ছিল মাস্টারমাইন্ড । যদিও ঘটনার পর থেকে পলাতক পলাশ ছিল । সিবিআই বগটুই থেকেই নভেম্বরে পলাশকে গ্রেফতার করেছে ।

উল্লেখ্য রামপুরহাট বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ ২১ মার্চ রাতে খুন হন । এরপর ওই গ্রামের একের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় । ঘটনাস্থল থেকে ১০ জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল । এই অগ্নি কাণ্ডে মৃত্যু হয় একাধিক লোকের । এই ঘটনার জেরে এলাকায় তীব্র শোরগোল পড়েছিল । বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শাসক দলকে ক্রমাগত আক্রমণ করেছিল । যদিও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান। সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হয়। ২২ মার্চ পুলিশ স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে । পরে সিবিআই তদন্তভার হাতে নেয় । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভাদু শেখ খুন এবং বগটুইয়ে অগ্নিকাণ্ড-দুটিরই তদন্ত করছে । বিরোধীরা বীরভূমের গ্রামে এই ঘটনায় প্রশাসনের গাফিলতির দিকে অভিযোগ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *