আজ ভারতীয় নৌবাহিনী দিবস

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : ভারতের তিনদিক সমুদ্রে ঘেরা । ভারতের তিনদিকে আরবসাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর রয়েছে । স্বাধীনতার পর থেকে ভারতকে বেশ কিছু যুদ্ধ লড়তে হয়েছে । তার মধ্যে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ অন্যতম ছিল। সেই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতীয় নৌবাহিনীর ছিল । তারা চারটি পাক নৌযানকে ধ্বংস করেছিল । যে সকল নৌ-সেনা দেশের সুরক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদেরও স্মরণ করা হয় নৌবাহিনী দিবসে।

১৯৭২ সালে একটি কনফারেন্সে ৪ ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস হিসেবে পালিত হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর বীরত্ব স্মরণে রাখাই একমাত্র লক্ষ্য । জলসীমা থাকর ফলে ব্যবসা-বাণিজ্যে অত্যন্ত সুবিধা হয়েছে । সব মিলিয়ে ভারতের নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। দেশের উন্নতি এবং সুরক্ষার জন্য নৌবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ । প্রতিবছর ৪ ডিসেম্বর পালিত হয় ভারতীয় নৌবাহিনী দিবস । ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়েই পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল ভারত ।

Mumbai: Defence Minister Rajnath Singh commissions India’s second Scorpene-class attack submarine INS Khanderi into the Indian Navy during a ceremony, at the Mazagon Docks in Mumbai on Sep 28, 2019. (Photo: IANS)

পাকিস্তান ৩ ডিসেম্বরের সন্ধেয় ভারতীয় বিমানঘাঁটির উপর হামলা শুরু করে । তখনই করাচির দিকে তিনটি মিসাইল বোট পাঠায় ভারত। সেই তিনটি বোটের নাম ছিল বীর, নিপাত এবং নির্ঘাত । তারা পাকিস্তানের চারটি জাহাজকে ধ্বংস করেছিল । সূত্রের খবর , নৌবাহিনী দিবসে বিশাখাপত্তনমে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সেই অনুষ্ঠানের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের নাম ‘Operational Demonstration’. এই অনুষ্ঠানে নৌবাহিনীর একাধিক অস্ত্র ও যানের প্রদর্শনী করা হবে ।

নৌবাহিনী দিবস উপলক্ষ্যে সপ্তাহখানেক ধরে নানা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে । ইস্টার্ন ন্যাভাল কম্যান্ড থেকে একাধিক অনুষ্ঠান করা হবে। ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ড থেকেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , ভারতীয় নৌবাহিনী দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর সদস্য এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন । এছাড়াও তিনি শুভেচ্ছাবার্তা ট্যুইট-এ লিখেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *