
প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী
Read Time:1 Minute
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। আজ ভোরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর । কেশরীনাথের জন্ম হয়েছিল ১৯৩৪ সালের ১০ নভেম্বর এলাহাবাদে। তিনি দীর্ঘ সময় ধরে উত্তরপ্রদেশের মন্ত্রিসভার সদস্যও ছিলেন । তিনি ২০১৪-র জুলাই থেকে ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন।

বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী । জগদীপ ধনখরের আগে পাঁচ বছর এই রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি।

কেশরীনাথ ত্রিপাঠীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ।