এবার সিবিআই নজরে জেলার স্কুল সাব ইন্সপেক্টররা !

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : এবার সিবিআই নজরে মুর্শিদাবাদের প্রাথমিক স্কুল সাব ইন্সপেক্টররা । নিয়োগ-দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের ১৫ জন স্কুল সাব ইন্সপেক্টরকে তলব করেছে সিবিআই । সূত্রের খবর , তাদের জিজ্ঞাসাবাদের জন্য ২১ নভেম্বর নিজাম প্যালেসে তলব । আবারও নিয়োগ দুর্নীতি মামলায় SSC’এর গ্রুপ D শুক্রবার হাইকোর্টে সিবিআই রিপোর্ট পেশ করেছে । ফের বিচারপতি খামে জমা পড়া সেই রিপোর্ট দেখেই বিস্ফোরক মন্তব্য করলেন ! তাঁর আশঙ্কা, এরকম চললে তো ছাত্র-শিক্ষক সম্পর্কই নষ্ট হয়ে যাবে।

এছাড়াও বিচারপতি আরও বলেন, এরকম হলে তো, কেউ নিজের যোগ্যতায় চাকরি পেলেও, ছাত্ররা তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। ২০১৬ সালে স্কুলে গ্রুপ D’র কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেইমতো প্যানেল তৈরিতে নিয়োগও হয়। ২০১৯ সালের ৪ মে, সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে একাধিক প্রার্থীকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। আদালতের নির্দেশে তদন্তে নামে CBI।

গত ২৯ সেপ্টেম্বরও CBI এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রিপোর্ট জমা দেয় । তখনও নিয়োগ দুর্নীতির মামলা সম্পর্কে বিচারপতি বলতে গিয়ে, বিস্মিত,ভয়ঙ্কর,শব্দ ব্যবহার করেছিলেন । স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন SSC’র গ্রুপ D’র কর্মপ্রার্থীরা। এরই পর চলতি বছরের মে মাসে,রাজ্য সরকার ঘোষণা করেন গ্রুপ D-তে নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত ১ হাজার ৯৮০টি শূন্যপদ তৈরি হবে । এরই পরিপেক্ষিতে বিচারপতি বলেন, এবার বুঝতে পারছি এই অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *