সাকেত গ্রেফতারিতে কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে ফের গ্রেফতার করা হয়েছে । সাকেত গোখলের ফের গ্রেফতারির প্রতিবাদে গুজরাতে পৌঁছেছে দলের ৫ সদস্যের প্রতিনিধি দল। গুজরাত পুলিশ আমদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে। জামিন পাওয়ার পর সাকেতের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। তবে এর আগে মঙ্গলবার জয়পুর যাওয়া পথে সাকেত গ্রেফতার হন । তাঁকে জয়পুর বিমানবন্দরেই গ্রেফতার করে গুজরাত পুলিশ । সূত্রের খবর , নোটিস বা ওয়ারেন্ট ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে । এমনটাই বলে ট্যুইটারে অভিযোগ করেন ডেরেক ও’ ব্রায়েন। তৃণমূলের থেকে অভিযোগ করেছে , আদর্শ আচরণবিধি চালু থাকার সময় এভাবে গ্রেফতার করা যায় না । তৃণমূল সাকেত গোখলের গ্রেফতারিকাণ্ড নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে । কমিশন তাদের ১২ ডিসেম্বর সময় দিয়েছে ।

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তৃণমূলের জাতীয় মুখপাত্র ঘটনায় সরব হয়েছে তৃণমূল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে সরব হলেন । তিনি ট্যুইটারে লিখেছেন ‘গণতন্ত্র নড়বড়ে অবস্থায়’। এছাড়াও তিনি লেখেন, ‘ গুজরাত পুলিশ মাত্র ৩ দিনের ব্যবধানে দু’বার সাকেত গোখলেকে গ্রেফতার করেছে । নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। বিজেপির আজ্ঞাবহ হয়ে কাজ করছে। নড়বড়ে অবস্থায় গণতন্ত্র।’

উল্লেখ্য হৃদরোগী সাকেতের গ্রেফতারিতে পর পর ট্যুইট তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের। তিনি এই ঘটনায় একই সঙ্গে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন । তিনি ট্যুইটারে লেখেন, ” গুজরাত পুলিশ জামিন পাওয়ার পরও সাকেত গোখলেকে হেনস্থা করছে । ৮ ডিসেম্বর রাত পৌনে ৯টা নাগাদ ফের তাঁকে গ্রেফতার করা হয়েছে । নোটিস বা ওয়ারেন্ট ছাড়াই তাঁকে গ্রেফতার করেন পুলিশ ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *