অভিষেকের অসুস্থতাকে ঘিরে কটাক্ষ, সরব নওশাদ

24HrsTv, ওয়েব ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের অস্ত্রোপচার করতে আমেরিকা গিয়েছেন। এনিয়ে নানামহলে নানারকম সমালোচনা চলছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিষেকের হয়ে সুর চড়ালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে অসৌজন্যমূলক কথাবার্তা চলছে, আমাদের সৌজন্যবোধ বজায় রাখতে হবে।” পাশাপাশি এই ইঙ্গিতে তৃণমূলকে বিঁধছেন তিনি। অভিষেক
ফেসবুকে রবিবার সকালে একটি পোস্ট করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি লেখেন,“তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এনিয়ে নানাজন নানা ধরণের টিপ্পনী, ব্যঙ্গ করছেন। আমরা যারা রাজনীতি করি, আমাদের সবসময় রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধ বজায় রাখতে হবে।”
এরপরই ছলনা করে রাজ্য সরকারকে আক্রমণ করেন নওশাদ। তিনি বলেন, “আমরা অভিষেকের দ্রুত সুস্থতা কামনা করে বলতে পারি যে, এইরকম আধুনিক চোখের চিকিৎসা পশ্চিমবঙ্গে করার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিক। এই রাজ্যের গরীব-গুর্বো, আদিবাসী, দলিত, তফসিলিরা তো কাড়ি কাড়ি টাকা খরচ করে মার্কিন মুলুকে চিকিৎসা করাতে যেতে পারবেন না।” রাজ্যের হাসপাতালগুলির অব্যবস্থার কথাও এদিনের পোস্টে তুলে ধরেন সিদ্দিকি।
এদিন শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, রাজ্যের মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামো নিয়েও কথা বলেন নওশাদ। বিধায়ক জানান, “মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, হাসপাতাল আর মেডিক্যাল কলেজের বাইরে নীল-সাদা রং আর বড় বড় গেট ও বিল্ডিং তৈরি করে দিলে হবে না। চিকিৎসা গবেষণার মানোন্নয়নে অর্থ বরাদ্দ বাড়ান। এই ব্যবস্থা না করে মেলা, উৎসবে মেতে থাকলে রাজ্য রসাতলে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *