
কামড় কাণ্ডে পুলিশের পাশে স্পিকার
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ‘কামড়’ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একদল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে। আবার অনেকেই পুলিশের আচরণকে সমর্থন করেছেন। এ নিয়ে দানা বেঁধেছে বিতর্ক।
কামড় প্রসঙ্গে উঠে এসেছে একাধিক তত্ত্ব। বিক্ষোভকারী অরুনিমা পালই নাকি আগে কামড় দিয়েছিল পুলিশকে, এমনই জানা গিয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “প্ররোচনা দিলে অনেক কিছুই হতে পারে।” এ বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “যা হয়েছে ঠিক হয়নি। পুলিশের কোড অফ কন্ডাক্টে এটা করা যায় না। তবে কী ঘটনা হয়েছে তা তদন্ত হচ্ছে।”
এদিকে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে কামড় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন বিধায়ক অজিত মাইতি। তিনি বলেন, জোর করে চাকরি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দিনের পর দিন পুলিশের ওপর হুজ্জুতি চলছে। কেউ যদি পুলিশকে কামড়ে দেয়, তাহলে পুলিশ কি রসগোল্লা ছুঁড়বে?” তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।
প্রসঙ্গত, বুধবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন টেট উত্তীর্ণরা। চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয়। বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয়। বিক্ষোভকারী অরুণিমা পালের দিকে ছুটে আসেন ইভা থাপা নামে এক পুলিশকর্মী। হাতে কামড় বসান ওই মহিলা পুলিশকর্মী। যদিও পুলিশের তরফ থেকে পালটা অভিযোগ তোলা হয়েছে।