
আত্মঘাতী বিজেপি মহিলা মোর্চা ঝুমা গোস্বামী, তদন্তে পুলিশ
24HrsTv, ওয়েব ডেস্কঃ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পর্যবেক্ষক তথা বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য ঝুমা গোস্বামী আত্মঘাতী হলেন। শনিবার দুপুরে তাকে তার বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ছত্রবাইদ গ্রামের বাড়িতেই ঝুমার ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। একাংশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। ঠিক কী কারণে এই আত্মহত্যা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই ঘটনার কারণ খুঁজতে ইন্দপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই গ্রামের গৃহবধূ ঝুমা গোস্বামী বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। তাঁকে মহিলা মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
শনিবার ঝুমার স্বামী বাড়ির বাইরে কাজে গিয়েছিলেন। দুপুরে ছেলে টিউশনিতে যায়। ছেলে বাড়ি ফিরে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারপর প্রতিবেশীদের সাহায্যে তড়িঘড়ি গলার ফাঁস খুলে স্থানীয় ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মর্গে তাঁর মরদেহে সম্মান জানান বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্বেশ্বর সিংহ, বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডল-সহ বিজেপির জেলা নেতৃত্ব। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা বলেন, “আমরা তো বুঝতে পারছি না। সংগঠনের প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করত। খুব সাহসী এবং লড়াকু মানসিকতার। সকলের সঙ্গে সৌভ্রাতৃত্বের সম্পর্ক রাখত। কত মানুষ এসেছেন আজ। সবসময় হাসিমুখে থাকা একটা মেয়ের এমন অবস্থা দেখে আমরাও অবাক। রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের সঙ্গে ভাল ব্যবহার করতেন।”
বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় প্রয়াত নেত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন। সাংসদ লকেট চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে ছবি পোস্ট করে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় লেখেন, এক ভাল বন্ধুকে হারালাম। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যাবে না।