আগামীকাল থেকে ভক্তদের জন্য খুলছে তারকেশ্বর মন্দির

করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় রাজ্যে সাময়িক লক ডাউন জারি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রথমে ঘোষণা হয়েছিল ৩০ মে পর্যন্ত চলবে সাময়িক লক ডাউন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ১৫ জুন পর্যন্ত জারি থাকবে যাবতীয় বিধি নিষেধ। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রযুক্তি ক্ষেত্র ও খুচরো ব্যবসায় বিধি নিষেধ লাঘব করার কথা ঘোষণা করেন। খুচরো ব্যবসায় ছাড় দেওয়ার ফলে বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে অবধি খোলা থাকবে বিভিন্ন খুচরো সামগ্রীর দোকান। ১৬ মে থেকে জারি হওয়া বিধিনিষেধে সোমবার থেকেই শিথিলতা আরোপ করে রাজ্য সরকার।

এর মধ্যেই আগামীকাল থেকে খুলে যাবে হুগলির তারকেশ্বর মন্দির। মন্দির কতৃপক্ষ তরফে জানানো হয়েছে যে সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে সেক্ষেত্রে অবশ্যই তাদের মেনে চলতে হবে করোনা বিধি নিষেধ।যদিও মন্দির খুলে গেলেও গর্ভ গৃহে প্রবেশ করতে পারবেন না ।

এর আগে করোনা ভাইরাসের প্রবল সংক্রমনের ফলে গত ৮ মে তারকেশ্বর মন্দির কতৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে ৯ মে থেকে ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকবে। সেই সময় তারকেশ্বর মন্দিরের পাশাপাশি ভক্তদের জন্য একে একে বন্ধ হয় দক্ষিণেশ্বর,কালীঘাট ও তারাপীঠ মন্দিরের দরজা। এখনও বন্ধ এই মন্দির গুলি। প্রত্যেক বছর শ্রাবণ মাসে বিপুল ভক্ত সমাগম হয় তারকেশ্বর মন্দিরে, এই বছর করোনা পরিস্থিতিতে সেই ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *