
রাজ্যে কোভিডজনিত বিধিনিষেধে ছাড় মুখ্যমন্ত্রীর
রাজ্যে কোভিড জনিত বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হলেও এবার তাতে কিছু ছাড় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে তিনি এক সাংবাদিক বৈঠকে জানান, এবার থেকে রাজ্যে খুচরো বাজার খোলা থাকবে প্রতিদিন বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন ১০ শতাংশ কর্মী নিয়ে তথ্য প্রযুক্তির অফিসগুলি কাজ করতে পারে। নির্মাণকাজে জড়িত কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করে নির্মাণের কাজে লাগানো যেতে পারে। তবে তাঁদের মাস্ক পরে, করোনা বিধি বজায় রেখে কাজ করতে হবে। সংস্থাকে নজর রাখতে হবে যে কোভিড বিধি মেনে কাজ হচ্ছে কিনা।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে মে মাসের ১৬ তারিখ থেকে রাজ্যে কড়া বিধিবিষেধ চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই বিধিনিষেধের জেরে বন্ধ রয়েছে যাবতীয় গণপরিবহণ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস, মল, মাল্টিপ্লেক্স, সিনেমা হল, জিম, স্পা, বিউটি পার্লার। নিত্যদিনের সবজি, মাছ-মাংস-ডিমের দোকান, মুদি খানার দোকান, দুধের দোকান খোলা থাকছে সকাল ৭টা থেকে ১০টা। মিষ্টির দোকান খোলা থাকছে ১০টা থেকে বিকাল ৫টা। শাড়ি ও গয়নার দোকান খোলা থাকছে বেলা ১২টা থেকে দুপুর ৩টে। এই অবস্থায় এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এবার থেকে প্রতিদিন নেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খুচরো ব্যবসার দোকানও খোলা রাখা যাবে। এমনকি এই সময়ে খোলা রাখা যাবে বইয়ের দোকান, খাতা-পেন-পেন্সিলের দোকানও।