ভোট পূর্বে নিয়োগ দুর্নীতিতে জোর ধাক্কা রাজ্য সরকারের

24hrs tvdesk: এখনও পর্যন্ত উঠে আসা তথ্যের ভিত্তিতে ফের ভোটের আগে জোর ধাক্কা রাজ্য সরকারের। নিয়োগ দুর্নীতি তদন্ত রায়ের জেরে হাইকোর্টে বড় ধাক্কা খেলো শাসক দল। ভোটের মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বড়ো ধাক্কা রাজ্যের। ২০১৬ সমস্ত প্যানেলটা ই অবৈধ জানিয়ে দিলো হাইকোর্ট।আজ নিয়োগ দুর্নীতি কাণ্ডের রায় ঘোষণা আর মাত্র কিছুক্ষন বাকি, ইতিমধ্যেই তার কিছুটা অংশ পড়ে শোনানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে। জানানো হয়েছে বাতিল করতে হবে ২০১৬ পুরো প্যানেলটাই। হাইকোর্টের রায় অনুযায়ি বাদ দিতে হবে গ্রুপ সি, গ্রুপ ডি নবম-দ্বাদশের ২০১৬ -র প্যানেলটাই। স্কুল অবৈধ নিয়োগের প্রায় ২৪ হাজার চাকরি বাতিল। স্কুলের ২৫হাজার ৭৫৩ জনের হাজার চাকরি বাতি্লের নির্দেশ। গ্রুপ সি, গ্রুপ ডি নবম-দ্বাদশের ২০১৬ -র প্যানেল বাতিল অর্থাৎ ২০১৬ -র সমস্ত দুর্নীতি থেকে যোগ্যদের সরিয়ে যে, বা যারা দুর্নীতি করেছিল সমস্তটাই খতিয়ে দেখা হবে পুনরায়। ১৭ ধরনের দুর্নীতির কারন খতিয়ে দেখা হবে আবারও।

ঘুষ বিনিময়ে অযোগ্যভাবে চাকরি পাওয়া সকলের জন্যও বিশেষ নির্দেশ, মেয়াদ উত্তীর্ণদের চার সপ্তাহের মধ্যে সুদ সহ দিতে হবে বেতন ফেরত। এক্ষেত্রে শুধুমাত্র সোমা দাসের চাকরি বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
সাথে আরও বলা হয়েছে নতুন করে এসএসসি -কে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা। অতিরিক্ত শূন্য পথ যারা তৈরি করেছিল তাদের হেফাজতে আনার নির্দেশ সিবিআইকে। মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরিপ্রার্থীদের ফেরত দিতে হবে বেতন ফেরত। ১২% পার্সেন্ট সুদ সমেত বেতন ফেরত দেওয়ার নির্দেশ। এক্ষেত্রে আরও একটি বিষয়ে ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। তদন্তের প্রয়জনে যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই ইতিমধ্যেই এমনটা জানিয়ে দিল কোর্ট। পুনরায় সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। একইভাবে তদন্ত চালিয়ে যাবে সিবিআই।

তবে জানা গিয়েছে যোগ্যতার নিরিখে ফের যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে সমানে। এদিন একইসঙ্গে সমস্ত ওয়েমার সিটের কপি আপলোড করার নির্দেশ হাই কোর্টের। পূর্বেই বলা হয়েছিল সিবিয়াই যে OMR সিট গুলো বাতিল করেছিল, যে ৩ টি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল তার কার্যত কোনও গ্রহন যোগ্যতা নেই। সেটা নিয়েই প্রশ্ন করা হয় যে সিট উদ্ধার করা হয় সেগুলো আদেও গ্রহন হবে কিনা, অবশেষে সে বিষয়ে রায় দিল কোর্ট। এদিন কোর্টের তরফ থেকে জানানো হয় তারও একটি গুরুত্ব রয়েছে। এতদিন ধরে লড়াই করা চাকরি প্রার্থীদের জয় হল অবশেষে, কোর্টের তরফ থেকে এসএসসি-কে আবারও পুরো বিষয়টি পুনমুল্যায়ন করার নির্দেশ দেওয়া হয় এদিন। আলাদলের গোটা নির্দেশ আপলোডের পরেই জানা যাবে সম্পূর্ণ তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *