আজও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবির কারন বুঝিয়ে দিলেন সুকান্ত মজুমদার

24hrstv desk: কালকের পর আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি নিয়ে সরব হয়েছে বিজেপি। আজ বালুরঘাট রোড-শো থেকে নিয়োগ দুর্নীতি শুনানি নিয়ে তৃণমূলকে সরাসরি খোঁচা বিজেপি রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারের। সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি নেতা সুকান্তের। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষার (SLST) মাধ্যমে তৈরি প্রায় ২৬,০০০ শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ বাতিল করার পরে, বিজেপি সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে। বিজেপির ভাষায়, টিএমসি ব্যবস্থার অধীনে “নির্লজ্জ দুর্নীতি” প্রকাশ করেছে, নিয়োগ দুর্নীতির জন্য দায়ি একমাত্র সাশক সরকার, তাই বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বদের মুখে এদিন শোনা যায় অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করার কথা বলতে।

“আমরা কলকাতা হাইকোর্টের আদেশকে স্বাগত জানাই। যারা চাকরি হারিয়েছে তাদের সম্পর্কে আমাদের কিছু বলার নেই। কিন্তু এই রায় প্রমাণ করে যে তৃণমূল সরকার প্রকৃতপক্ষে দুর্নীতিতে জড়িত ছিল। আমরা এই দুর্নীতিবাজ সরকারের নিন্দা জানাই, যেখানে মন্ত্রী এবং দল দ্বারা চাকরি বিক্রি করা হয়েছিল।” নেতৃবৃন্দ,” বলেছেন বিজেপি বিধায়ক এবং রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী৷ “হাইকোর্টের রায় বিশাল… এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নির্লজ্জ দুর্নীতিকে প্রকাশ করে,” বিজেপি সহ-ইন- পশ্চিমবঙ্গের জন্য অভিযুক্ত অমিত মালভিয়া X-তে পোস্ট করেছেন ৷ বিজেপি নেতা আরও অভিযোগ করেছেন যে এটি “নিঃসন্দেহে” বৃহত্তম সরকার-স্পনসর্ড নিয়োগ কেলেঙ্কারি যেখানে “লক্ষ লক্ষ যুবকের জীবন” নষ্ট হয়েছিল।

এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে খোলাখুলি মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেন। তিনি বলেন ‘মুখ্যমন্ত্রী জন্যই আজ এই পরিস্থিতি’। এরপর তিনি আরও বলতে থাকেন যে সঠিক সময়ে রাজ্য সরকার এবং এসএসসি যদি বিরোধিতার না করে যোগ্যদের লিস্ট বের করতে পারতো তবে আজ এত সংখ্যায় মানুষকে চাকরির হারাতে হতনা। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যে কথা বলেছেন, চাকরি হারাদের পাশে থাকবেন , সেই সকল চাকরিহারার চাকরি হারানোর কারনটাও মুখ্যমন্ত্রী! বক্তব্যে এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আজ আবারও সেকথা বালুরঘাট রোড শো থেকে মনে করিয়ে দিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *