প্রথম দফাতেই মণিপুরে চললো গুলি, হুমকি-ইভিএম ধ্বংস

24hrstv desk: আবারও টাইম লাইনে মণিপুর কড়া নিরাপত্তার সত্ত্বেও মনিপুরের বুথে চললো গুলি। মনিপুরের ইম্ফলের একটি বুথে প্রথম দফাতেই দেখা গেলো গোলা-গুলি। মনিপুরে বিশেষ নিরাপত্তা রাখা হবে নির্বাচন কালে এমনটাই বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, তারপরেও চলেছে গুলি। প্রথমে বুথে ঢুকে গুলি চালায় দুষ্কৃতিরা আর তারপরেই তৎপর হয় প্রশাসন। নষ্ট করে দেওয়া হয় ইভিএম মেশিন এমনই অভিযোগ আনেন ভোটাররা। মনিপুর যা কিনা প্রথম থেকেই নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ ছিল শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে সেখানে শুরুতেই দেখা গেল ভয়ংকর পরিস্থিতি। পড়া নিরাপত্তা বিশেষ নজরদারিতে ভোট হওয়ার কথা ছিল কিন্তু দেখা গেল তার উল্টো চিত্র। কেন আগে থেকে আভাস পাওয়া যায়নি? কেন সেন্ট্রাল বাহিনী সঠিক সময়ে পৌঁছালনা তা নিয়ে ইতিমধ্যে উঠছে একাধিক প্রশ্ন। বিশেষত সেন্ট্রাল এজেন্সের দেরিতে উপস্থিত নিয়ে জল ঘোলা হচ্ছে ইতিমধ্যেই।

এদিন ভোট দেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷ দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোটপর্ব এখনও পর্যন্ত আপাত শান্তিপূর্ণ। এ বার মোট সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বিগত এক বছর ধরে মনিপুরের হিংসার যে চিত্র উঠে এসেছে তার ভিত্তিতে নির্বাচন কমিশন এর তরফ থেকে বলা হয়েছিল নির্বাচনের সময় এখানে থাকবে বিশ্বের নিরাপত্তা এবং কড়া নজরদারির ব্যবস্থা। মনিপুরের পরিস্থিতি মাথায় রেখে ভোট করানকে চ্যালেঞ্জ হিসেবে নেয় নির্বাচন কমিশন।সবচেয়ে বেশি নিরাপত্তা রাখার কথা অথচ কেন সেখানেই গুলি! কারা এই দুষ্কৃতী তাদের কেন আগে পাকড়াও কড়া হলনা সময় মতন? আপাতত নির্বাচন কমিশনের কাছে উত্তরের আশায় অপেক্ষারত সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *