
অস্ত্র প্রশিক্ষক আছে, মন্তব্যে মদন মিত্র
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে অস্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। মদনকে ‘গ্যাংস্টার’ কটাক্ষ দিলীপ ঘোষের। শনিবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র নৈহাটির রাজেন্দ্রপুর মহিলা তৃণমূল পরিচালিত একটি সভায় অংশ নেন। তিনি বলেন, “কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছেন তাঁরা। তবে অস্ত্র কোথায় পৌঁছচ্ছে জানতে পারলে আমাদের ভালই হবে। আমাদের কর্মীরা গিয়ে ওগুলো নিয়ে নেবে। আমাদের কাছে ভাল প্রশিক্ষক রয়েছে। তাঁরা প্রত্যেকেই প্রাক্তন সেনা কর্মী এবং কর্নেল। আমাদের কর্মীরা বন্দুক নিয়ে প্র্যাকটিস করবে যাতে সেগুলো বিজেপি ব্যবহার করতে না পারে। আমাদের কর্মীরা বন্দুকে গুলি ঢোকাতে এবং বার করতেও শিখবে।”
আমাদের শিখে রাখলেই হবে। ব্যবহার করার দরকার পড়বে না। ফাঁকা মাঠ তো। এমনই তাঁর দাবি। স্বাভাবিকভাবেই একজন তৃণমূল বিধায়কের এহেন মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা। তৃণমূল বিধায়ককে একহাত নিয়েছে বিজেপি। সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তাঁকে ‘গ্যাংস্টার’বলে কটাক্ষ করেছেন।
জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে এগোচ্ছে শাসক-বিরোধী উভয়পক্ষ। রাজনীতিকের বিতর্কিত মন্তব্য নিয়ে উদ্বিগ্ন প্রায় সকলেই। পঞ্চায়েত নির্বাচন আদৌ শান্তিপূর্ণ কিনা সে নিয়ে ওয়াকিবহাল মহলের মনে জাগছে প্রশ্নও।