
‘যাদের নিজেদের গর্ব করার কিছু নেই, তাদের ধার করেই গর্ব করতে হয় ‘, কাদের তোপ দাগলেন দিলীপ ?
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আর্জেন্টিনার জয় প্রসঙ্গে সোমবার সকালে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন , ‘খেলা দেখলাম। মারাত্মক খেলা। গোলের রেকর্ড।’ এরপরেই তিনি নাম না করেই তোপ দিয়ে বলেন , ‘ নীল সাদার জয় কি মা মাটি মানুষের জয়? যাদের নিজেদের গর্ব করার কিছু নেই, তাদের ধার করেই গর্ব করতে হয়।’ এছাড়াও একাধিক ইস্যুতে কথা বলেন দিলীপ ঘোষ। তিনি বিশ্বকাপের পাশাপাশি আজ আবাস যোজনা দুর্নীতি,চাকরিপ্রার্থীদের মহাজোট কেন্দ্র নিয়ে কথা বলেন ।
আজ একত্রিত হয়ে মহামিছিলের ডাক দিয়েছে ৯টি মঞ্চ। যদিও আজ, সোমবার একাধিক কারণে বিশেষ দিন। যেমনটা আজ বঙ্গ বিজেপির বৈঠক দিল্লিতে। সূত্রের খবর , কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সাংসদ সুভাষ সরকারের বাড়িতে এই বৈঠকে থাকবেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায় সমেত রাজ্যের সমস্ত সাংসদরা । এছাড়াও শুভেন্দু অধিকারী থাকবেন । এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।’
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে, সোমবার মহামিছিল করে আন্দোলনকারীরা । কলকাতা হাইকোর্টের সম্মতি নিয়ে, আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মিছিল সোমবার বেলা সাড়ে ১২টায় শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে । তবে এই মিছিল যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত। এই আন্দোলনে উপস্থিত হবেন ৬০০ দিনের উপর আন্দোলন চালিয়ে আসা SLST-র চাকরিপ্রার্থীরা । এ ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা-সহ অন্যান্য মঞ্চও । এই ইস্যুতে দিলীপ ঘোষ মন্তব্য করেছে , ‘যোগ্যরা বঞ্চিত। টাকা দিয়ে অযোগ্যরা চাকরি করছেন। এরসাথে শিশুদের ভবিষ্যত নষ্ট করছেন। তারা আন্দোলন করছেন। তাদের অধিকার আছে। আমরা নৈতিকভাবে সঙ্গে আছি।’ উল্লেখ্য রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে একাধিক জায়গায় আবাস দুর্নীতি ইস্যুতে বিতর্কের ঝড় উঠেছে ।এছাড়াও দিলীপ ঘোষ আবাস যোজনা দুর্নীতি নিয়েও মন্তব্য করেন ,’এই আবাস দুর্নীতি আরও বাড়বে। তৃণমূল নেতাদের সঙ্গে বিডিওরা হাত মিলিয়ে এই দুর্নীতি করছে। ‘