জাতীয় পতাকাকে অসন্মান করছে তৃণমূল! বিস্ফোরক অভিযোগ বিজেপির

24hrs tv desk: তৃণমূল কংগ্রেস (টিএমসি) তাদের দলীয় পতাকা দিয়ে অশোক চক্রকে প্রতিস্থাপন করে দেশের তেরঙাকে অসম্মান করেছে, এমনই বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে সম্প্রতি। অভিযোগ নিয়ে আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

“বাঁকুড়ায় টিএমসির সর্বশেষ স্টান্ট, অশোক চক্রকে তাদের দলীয় পতাকা দিয়ে জাতীয় পতাকার অসম্মান করা, রাষ্ট্রদ্রোহের থেকে কম কিছু নয়,” বিজেপি ‘এক্স’-এ দেওয়াল পেইন্টিংয়ের ছবি শেয়ার করে একটি পোস্ট দেয়। যেটিতে একটি তেরঙা পতাকা দেখানো হয়েছে। যেখানে তৃণমূল কংগ্রেসের প্রতীক হিসেবে দেখানো হচ্ছে দেশের প্রতীক। টিএমসিকে “ভারত-বিরোধী” দল বলে ব্যাখ্যা দিয়েছে বিজেপি।

টিএমসিকে কটাক্ষ করে বিজেপি বলেছে, “তাদের বারবার অপরাধ, সন্দেশখালি থেকে বাঁকুড়া পর্যন্ত, তাদের ভারত-বিরোধী এজেন্ডা প্রকাশ করে। আমাদের জাতির সাথে টিএমসির বিশ্বাসঘাতকতার জন্য লজ্জাজনক।” উত্তর ২৪ পরগণা দ্বীপে মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার অভিযোগে অভিযুক্ত সন্দেশখালির শক্তিশালী নেতা শাহজাহান শেখকে রক্ষা করার অভিযোগে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে টিএমসি । ১৯ শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে সাতটি ধাপে লোকসভা নির্বাচন। ভোট গণনা জুনে নির্ধারিত হয়েছে। এমত অবস্থায় তৃনমূলের বিরুদ্ধে দেশকে অপমান করার মতন এতো বড় অভিযোগ নিসন্দেশে উতপ্ত করেছে রাজনৈতিক মহল থেকে সাধারন মানুষদেরকেও। ইতিমধ্যেই পোস্টকে ঘিরে চলছে বিতর্ক। অনেকেই বলছে এর জেরেই তৃনমূলের প্রতি ধারনা বদলাতে পারে জন সাধারণেরও। যার প্রভাব হয়তবা পরিবর্তন আনতে পারে ভোট বাক্সে।

প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে, টিএমসি রাজ্যে ৩৪ টি আসন জিতেছিল, যেখানে বিজেপিকে মাত্র ২টি আসনে মীমাংসা করতে হয়েছিল। সিপিআই (এম) 2টি আসন জেতে এবং কংগ্রেস জেতে ২ টি আসন। তবে, বিজেপি ২০১৯ সালের নির্বাচনে অনেক উন্নত প্রদর্শন নিয়ে এসেছিল, টিএমসির ২২টির বিপরীতে ১৮টি আসন জিতেছে। কংগ্রেসের সংখ্যা কমেছে মাত্র ২টি আসনে , যখন বামরা একটি ফাঁকা স্কোর করে। বর্তমানে বিজেপির দাবি তারা আরও বেশি স্কোরে জিততে চলেছে এবারের নির্বাচন। জদিওবা অন্যরাও দাবি করছে বিভিন্ন জায়গার আগের থেকে তাদের ফল হতে চলেছে অনেকটাই ভালো। এসময় দারিয়ে এক ইঞ্ছিও জমি ছাড়তে রাজি নয় কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *