
হুঁশিয়ারি! পুলিশকে দিয়ে পা ধরানোর মন্তব্যে শুভেন্দু
২4 Hrs Tv, ওয়েব ডেস্কঃ পুলিশকে দিয়ে পা ধরানোর হুঁশিয়ারি পুলিশকে দিয়ে!রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিতর্কে জড়ালেন। তৃণমূল সাংসদ শান্তনু সেন বিজেপি বিধায়কের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন । গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় একটি কালীপুজো কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন কাউন্সিলর স্বপন দাস ওরফে সত্যব্রতর হয়ে সুর চড়ান তিনি এমনটাই জানা গিয়েছে। জানা যায় দীর্ঘদিন তৃণমূলে ছিলেন স্বপন দাস। হলদিয়া পুরসভার কাউন্সিলরও ছিলেন তিনি। এদিকে সরকারি কাজের টাকা নয়ছয়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। কিছুদিন আগে বিজেপিতে যোগ দেন স্বপন এমনটাই সূত্রের খবর।
থানায় মারধর করা হয়েছিল সত্যব্রতকে এমনই অভিযোগ উঠেছে। এদিন শুভেন্দু বলেন, “শুনে রাখুন পুলিশ বাবারা। আমি কাউকে সমর্থন করছি না। কিন্তু যে হাত দিয়ে পুলিশ স্বপন দাসকে মেরেছে, সেই হাত দিয়ে পুলিশকে সত্যব্রতর পা ধরাব, আমি শুভেন্দু অধিকারী একথা বলে রাখলাম।” শুভেন্দু অধিকারীর মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মন্তব্যের তীব্র নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। শান্তনু সেন বলেন, “কুরুচিকর মন্তব্য বিজেপির কাছে নতুন কিছু নয়। এর আগে শুভেন্দুবাবু পুলিশকে চটিচাটা বলেছেন। দিলীপবাবু কুকুর বলেছেন। প্রশাসনের সম্পর্কে এদের ধারণা কত নিম্নমানের সেটা সকলে দেখছে। এর জবাব ২০২৪ সালে পাওয়া যাবে।”