এবার ডেঙ্গিতে আক্রান্ত আবির চট্টোপাধ্যায়, বাড়িতেই চিকিৎসা চলছে

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় । তিনি বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন । আজ পরীক্ষা করে জানা গিয়েছে ডেঙ্তে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতেই রয়েছেন অভিনেতা। তবে এই পরিস্থিতিতে শ্যুটিং বন্ধ রয়েছে তাঁর। বলিউড অভিনেতা সলমন খানকেও সদ্য ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল । আপাতত সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন তিনি। তবে তাঁর অনুপস্থিতিতে বিগ বস-এর সঞ্চালনার কাজ সামলাচ্ছিলেন কর্ণ জোহর ।

এই মুহূর্তে গানের অনুষ্ঠান ‘সা রে গা মা পা’-র শো সঞ্চালনা করছেন আবির। এই পরিস্থিতিতে সুস্থ না হওয়া পর্যন্ত শ্যুটিং বন্ধ রাখতে হবে তাঁকে।অন্যদিকে রাজ্যে ক্রমেই গুরুতর হয়ে উঠছে ডেঙ্গি পরিস্থিতি। সদ্য ধরা পড়েছে দুই সেরোটাইপ। ডেঙ্গ ২, ডেঙ্গ ৩ দুই সেরোটাইপের জোড়া হানা। স্বাস্থ্যভবনের পাঠানো ৪০০ নমুনার মধ্যে ৩৭%-এ মিলেছে ডেঙ্গ ৩। পরীক্ষিত নমুনার মধ্যে ২৭%-এ ডেঙ্গ ২-র হদিশ, এমনই উল্লেখ রয়েছে নাইসেডের রিপোর্টে। ‘২ শতাংশ নমুনায় একসঙ্গে ডেঙ্গ ২ ও ডেঙ্গ ৩-এর হদিশ’। চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৪০ হাজার পার, মৃত্যু হয়েছে অন্তত ৫০ জনের।

বছরের শেষেও ডেঙ্গির দাপট কমছে না। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সেই সঙ্গে তাঁদের পরামর্শ, জ্বর হলেই চিকিৎসকের কাছে যান। বর্ষার বিদায় এবং শীত আসার সময়। কিন্তু, কমার বদলে বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ ! যা দেখে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। ডেঙ্গির এই বাড়বাড়ন্তের জন্য অপরিকল্পিত নগরায়নকেও দায়ী করছেন চিকিৎসকদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *