রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নির্বাচন কমিশনে! ক্ষুব্ধ তৃণমূল

24hrstv desk: রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নির্বাচন কমিশনে, ক্ষুব্ধ তৃণমূল। ভোটে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল এমনই অভিযোগ নিয়ে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের সাথে রাজ্যপাল সিভি আনান্দ বসের বিবাদের ঘটনা নিহাতি নতুন নয়, এ ঘটনা দীর্ঘদিনের। এর আগেও বহুবার শাসক দল অর্থাৎ তৃণমূলকে দেখা গিয়েছে একাধিক বিষয়ে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে। এবার সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ করলো তৃণমূল।

প্রচার বন্ধের পর রাজ্যসভার কাজে বেআইনি ভাবে হতক্ষেপ করছেন রাজ্যপাল এমনই অভিযোগ করেছে তৃণমূল। প্রচার বন্ধের পর প্রথম পর্বের লোকসভা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল, এই মর্মে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানালো তৃণমূল। মূল অভিযোগ লোকসভা নির্বাচনের যে কাজ, সেই কাজে নাকি তৃণমূলের বিরুদ্ধে বাধা তৈরি করছেন রাজ্যপাল ফলত কাজে অসুবিধা তৈরি হচ্ছে। প্রশ্ন উঠছে প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর কিভাবে রাজ্যপাল যেতে পারেন সর্বত্র? তাই কেন্দ্রগুলোতে রাজ্যপালের বিচরণ কিছুতেই মানতে চাইছেন না শাসক দল তৃণমূল। ১৮ ই এপ্রিল এবং ১৯ শে এপ্রিল প্রথম পর্বের লোকসভা কেন্দ্রগুলিতে রাজ্যপালের যাওয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ জানিয়েছেন তারা। ভোটের দিন রাজ্যপালের এলাকা পরিদর্শনের তিব্র প্রতিবাদ জানিয়েছে তারা।

এরপর রাজ্যভবনের কাছে চিঠি দেয় নির্বাচন কমিশন, যেখানে রাজ্যপালকে ভোটের দিন এলাকা পরিদর্শনে না যাওয়ার অনুরোধ জানানো হয়। রাজ্যপাল, রাজ্যের সাংবিধানিক প্রধান লোকসভা নির্বাচনের শুরুর দিন কোচবিহারে থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন,সেই জায়গায় দারিয়ে নির্বাচন কমিশনের বারনের পরই তৃণমূলের তরফ থেকে নালিশ করা হয়েছে নির্বাচন কমিশনে। এরপর রাজ্যপাল কি আদেও যাবেন কোচবিহারে ? এ বিষয়ে জানা যায়নি এখনও পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *