প্রথম ভোটেই রণক্ষেত্র উত্তরবঙ্গ, সংঘাত বিজেপি-তৃণমূলের

24hrstv desk: প্রথম দফার ভোট শুরু হতে না হতেই রণক্ষেত্রে পরিণত হয়েছে ভোটকেন্দ্রগুলি। তৃণমূল-বিজেপির ভয়ানক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার। মারপিট বোমাবাজি ভাঙচুর এমনকি ভোটারদের প্রাণে মেরে দেওয়ার হুমকি। সকাল থেকেই অভিযোগ আসছে একাধিক বুথে। দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোম। শুরুতেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে তপ্ত কোচবিহার। কোথাও অভিযোগের তীর তৃণমূলে বিরুদ্ধে তো কোথাও আবার বিজেপির বিরুদ্ধে। মধ্য কথা এই দুই দলের সংঘর্ষে প্রথম দফার ভোট হিংসাত্মক হয়ে উঠেছে তা বলাই বাহুল্য।
শুধুমাত্র দলের কর্মী বা ভোটারদের নয় জোর করে ঢুকতে না দেওয়ার অভিযোগ পোলিং অফিসারদেরও। মাথাভাঙ্গার বুথে পোলিং অফিসারদের ঢুকতে বাধা। মাথাভাঙ্গার ভোটাররা অভিযোগ তুলেছেন সেখানে পোলিং অফিসারদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
এছাড়াও দিনহাটায় দেখা গিয়েছে আক্রান্ত হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। সেখানে আবার অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপির কর্মীরা আক্রমণ করেছেন এমনটাই অভিযোগ করেছেন আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি। তবে সেখানে ব্লক সভাপতি ছাড়াও আক্রান্ত হয়েছেন একাধিক তৃণমূল কর্মী এমনটাই তথ্য মারফত খবর। এই দুই জায়গাতেই বিজেপি আক্রমণ করেছে এমনটাই অভিযোগ।
আবার উত্তরবঙ্গেরই একাধিক জায়গায় উঠে এসেছে উল্টো চিত্র। ডাব গ্রাম ফুলবাড়ীতে বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দিয়েছে তৃণমূল কর্মীরা এমনটাই অভিযোগ উঠে আসছে। তুফানগঞ্জেও বিজেপির কার্যালয়ে আগুন অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।
তুফানগঞ্জে ভোটারদের বুথে যেতে বাধা আর অভিযোগ
শীতলকুচিতেও তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে মারধরের অভিযোগ একইভাবে উঠে এসেছে। গোসের হাটে তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ। ভোট দিতে গেলে কেটে নেওয়া হবে হাত-পা! বলেছেন তৃণমূলের কর্মী! ভোট দিতে গেলে খুন করে দেওয়ার হুমকির পর্যন্ত এসেছে এমনটাই অভিযোগ করছেন ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *