তৃণমূল ভোটারদের হুমকি কোচবিহারের ফলিমারীতে

24hrstv desk: কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৪৩ নম্বর বুথ এলাকায় তৃণমূল কর্মী ও ভোটারদের ভয় দেখানো হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন তারা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ কোচবিহারের দক্ষিণে ফলিমারীতে ভোটাররা দিতে যেতে পারছেন না ভয় দেখাচ্ছে বিজেপি। বুথের মধ্যেই ঢুকেছেন বিজেপি কর্মীরা ভয় দেখাচ্ছেন সেখান থেকে এমনটাই অভিযোগ করেছেন ভোটাররা। অভিযোগের তীর সরাসরি কয়েকজন বিজেপি কর্মীর দিকে। গায়ের জোর খাটাচ্ছে বিজেপি কর্মীরা, তৃণমূল কর্মীদের উপর এমনই অভিযোগ করছেন বেশ কিছু স্থানীয়রাও। ভোটারদেরকে জোর করা হচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। সকাল আটটা থেকেই এমন অভিযোগ উঠে আসছে বারংবার। তখনই জানানো হয় ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন কে তড়িঘড়ি খবর দেওয়া হয় তৃণমূলের তরফ থেক।

প্রসঙ্গত, এর আগেও দেখা গিয়েছিল আলিপুরদুয়ারে এমন ঘটনা। সেখানেও ঠিক এমন ভাবেই অভিযোগ উঠে এসেছিল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল জোর করা হচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। পাশাপাশি হিংসা ছড়ানোর কারণে অভিযোগ জানানো হয়েছিল জলপাইগুড়িতেও। আবারো একই দৃশ্য ধরা পরল কোচবিহারের ফলিমারীতে।

প্রথম দেখার ভোটেই বুথ থেকে উঠে আসছে একাধিক অভিযোগ। ইলেকশন কমিশনকে নালিশ জানাচ্ছে বিজেপি তৃণমূল উভয়েই। কোথাও জ্বলছে বিজেপির পার্টি অফিস কোথাও আবার মার খাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তবে সব মিলিয়ে উত্তরবঙ্গ তে এখন উত্তপ্ত সে কথা বোঝা যাচ্ছে স্পষ্টতই। বেলা যতই বাড়ছে আরো বেশি সংখ্যক জায়গা থেকে উঠে আসছে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *