আলোর উৎসবে সেজেছে দিল্লির নিজামুদ্দিন দরগা

24Hrs Tv,ওয়েব ডেস্কঃ উৎসবের দিনগুলোয় ধর্মের বেড়া ভেঙে যায় এ আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, আলোর উৎসবে প্রদীপে সেজে উঠেছে দেশের অন্যতম প্রাচীন দরগা। যা বিখ্যাত উর্দু কবি আমির খসরুর স্মৃতি বিজরিত স্থান। যিনি সুফিসাধক হজরত নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত ছিলেন, যার নামেই এই দরগা।
প্রতিবারের মতো সেজে উঠেছে নিজামুদ্দিন দরগা। হজরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার সাজানোর কাজ করে থাকেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়েরই মানুষ। সন্ধ্যে হলেই দরগার প্রতিটি কোণে প্রদীপ জ্বেলে দেন তাঁরা। একইসঙ্গে পরিবার, সমাজ ও গোটা দেশের শান্তি কামনায় প্রার্থনা করেন। মাজার প্রধান নাজিম নিজামী জানিয়েছেন, জাতপাতের ঊর্ধ্বে দীপাবলি উদযাপনের ইতিহাস দরগার মতোই পুরনো। আসলে দরগার আলোর উৎসব স্থানীয়ভাবে ইদ-ই চর্যাঘন নামে পরিচিত। একইসঙ্গে যেমন পূণ্যার্থীরা দরগায় এসে প্রদীপ জ্বালান, তেমনই তাঁরা নিজামুদ্দিনের আশীর্বাদ হিসেবে প্রদীপ, মোমবাতি বাড়ি নিয়ে যান। নাজিম নিজামী দাবি করেন, এই উৎসব আলাদা করে দরগার তরফে আয়োজন করা হয় না, বরং সাধারণ মানুষই দরগায় এসে উৎসব পালন করেন। তাঁর কথায়, হিন্দু ভাইয়েরা নিজের ইচ্ছায় আসেন, প্রদীপ জ্বালান এবং মিষ্টি বিতরণ করেন। স্থানীয়রা তাঁদের সাহায্য করেন এবং উৎসবে অংশ নেন।
প্রসঙ্গত শুধু দীপাবলির সময়েই নয়, লক্ষ্মী পুজোর সময়েও মাজারের পথের দু’পাশ ভরে ওঠে আলোকসজ্জায়। এমনকি ভাইফোঁটা এবং অন্যান্য ধর্মীয় উৎসবের দিনগুলিতে উজ্জ্বল আলোয় সাজিয়ে তোলা হয় জায়গাটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *