মামলা খারিজ সুপ্রিম কোর্টে, হাই কোর্টে বিচারপতির সংখ্যা বাড়লেই মিটবে না সমস্যা

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, হাই কোর্ট ও নিম্ন আদালতে বিচারপতি ও বিচারকদের সংখ্যা দ্বিগুণ করার দাবিতে। ওই মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। গত মঙ্গলবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চ জানায়, ‘জনমোহিনী’ ও ‘সরল’ উপায়ে কোনও সমস্যারই সমাধান করা চলে না।
প্রধান বিচারপতি বলেন, “আমেরিকা ও ব্রিটেনের আদালতে এই ধরনের আবেদনের শুনানি হয় না। মার্কিন আদালত তো আইনজীবীদের আবেদনও শোনে না যে মামলাটা গৃহীত হওয়া উচিত কিনা এই বিষয়ে। এটা আমাদের সিস্টেমের জন্য়ই হয়েছে। ঠিকমতো গবেষণা করে আসুন।” তিনি এও বলেন, “এলাহাবাদ হাই কোর্টে ১৬০ জন বিচারপিতই নিয়োগ করা কঠিন। সেখানে আপনারা ৩২০ জন বিচারপতির কথা বলছেন? বম্বে হাই কোর্টের দিকে দেখেছেন? একজনও বিচারপতি যোগ করা যাচ্ছে না, কেননা কোনও পরিকাঠামোই নেই।” বিচারপতির বলেন, “সমস্যা অবশ্যই রয়েছে। আমি যখন এলাহাবাদ হাই কোর্টে ছিলাম, তখন আইনমন্ত্রী আমাকে বলেছিলেন বিচারপতিদের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি করতে। আমি শুনে ভেবেছিলাম, হে ঈশ্বর। আমি যেখানে ১৬০ই পূরণ করতে পারছি না। বম্বে হাই কোর্টেই বা কতজন আইনজীবী বিচারপতি হতে চান। বিচারপতির সংখ্যা বাড়ানোটা সমাধান নয়। দরকার ভাল বিচারপতি।”
অমীমাংসিত মামলার সংখ্যা ক্রমেই বাড়ছে দেশে। প্রতিটি রাজ্যেই হাই কোর্ট ও নিম্ন আদালতে বিচারপতি ও বিচারকের সংখ্যা দ্বিগুণ করার বিষয়ে পদক্ষেপ করুক শীর্ষ আদালত, অশ্বিনী উপাধ্যায়ের আরজি। সেই আরজি খারিজ করে দিলেও নতুন একটি আবেদন জমা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *