করোনার থাবা কি তবে গ্রাস করছে ইউরো কাপ টুর্নামেন্ট

Read Time:2 Minute

 

গত এক বছরে করোনা আবহে বাতিল হয়েছে একের পর আন্তর্জাতিক টুর্নামেন্ট। দীর্ঘদিন মাঠে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। খালি স্টেডিয়ামে হয়েছে সব ম্যাচ। এক বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বের খেলাধুলা যেন কোয়ারেন্টাইনে চলে গিয়েছে।

তার মধ্যে ইউরো কাপ, কোপা আমেরিকা কিছুটা আশার আলো দেখিয়েছিল। কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দুদিন পর ইউরো কাপ শুরু হওয়া নিয়ে ফের অনিশ্চয়তায় দেখা দিয়েছে। স্পেনের ক্যাপ্টেন সার্জিও বুস্কেটস টুর্নামেন্ট শুরু হওয়ার দিনকয়েক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। স্পেনের আরও এক তারকা ফুটবলার ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে।

স্প্যানিশ ডিফেন্ডার দিয়েগো লরেন্তে করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানাচ্ছে। বুস্কেটসের পর লরেন্তে দ্বিতীয় ফুটবলার হিসেবে ভাইরাসে আক্রান্ত হলেন। লিথুয়ানিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথম দল নামতে পারেনি স্পেন। ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার ভয়ে অনূর্ধ্ব ২১ দলকে প্রস্তুতি ম্যাচ খেলতে নামিয়েছিল স্পেন।

স্পেনের দল এখন রয়েছে লা রোজাসে। সেখানেই দলের সব ফুটবলারদের পিসিআর টেস্ট হয়েছে। প্রথমে ক্যাপ্টেন বুস্কেটসের শরীরের করোনার উপস্থিতি ধরা পড়ে। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ ছিল না। তবে লরেন্তে বেশ দুর্বল বলেই জানা যাচ্ছে। সোম ও মঙ্গলবার রিজার্ভ বেঞ্চ থেকে ছয় জন ফুটবলারকে নিয়েই ট্রেনিং করিয়েছেন স্প্যানিশ কোচ লুই এনরিক। ওই ছয় জন ফুটবলার প্যারালাল বায়ো বাবলে ছিলেন বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থা। আজ স্পেনের সমস্ত ফুটবলারদের টিকাকরণ হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *